Heatwave in Delhi

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কতা! ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণে

এপ্রিল-জুন মাসে দেশে গড়ে ৪-৭ দিন তাপপ্রবাহ দেখা যায়। মৌসম ভবন জানিয়েছে, চলতি মরসুমে এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর এবং মধ্য ভারতের বেশির ভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ২-৪ দিন বেশি তাপপ্রবাহ থাকতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ২১:০২
Share:

এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহ দিল্লিতে। ছবি: পিটিআই।

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী সপ্তাহের গোড়ার দিকে ভারতের রাজধানী শহরের তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গুজরাত, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে।

Advertisement

উত্তর ভারতে আগামী কয়েক দিন দহনজ্বালায় জ্বললেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, কেরল এবং কর্নাটকের কিছু অংশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, তামিলনাড়়ু এবং দক্ষিণ কর্নাটকে। এই দু’দিন ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় থাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের কোনও কোনও অংশে।

সাধারণত কোনও স্থানের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি বেশি থাকলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছোতেই তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সাধারণত এপ্রিল-জুন মাসে দেশে গড়ে ৪-৭ দিন তাপপ্রবাহ দেখা যায়। তবে মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, চলতি মরসুমে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশির ভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ২-৪ দিন বেশি তাপপ্রবাহ থাকতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement