National News

ভাসছে মুম্বই, আরও ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কা বন্যার

গত কয়েক দিনের প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন। সেই চিন্তাকে আরও বাড়িয়ে তুলেছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ১৪:২৪
Share:

জলবন্দি মুম্বই। ছবি: পিটিআই।

গত কয়েক দিনের প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন। সেই চিন্তাকে আরও বাড়িয়ে তুলেছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। সমস্ত জেলা প্রশাসনকে ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে উদ্ধারকারী দলগুলিকে। নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

Advertisement

প্রায় প্রতি বছরই বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়ে মুম্বই। তাই বানভাসি মানুষদের দ্রুত যাতে নিরাপদ স্থানে পাঠানো যায় এ বার আগে থেকেই সেই ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে।

তবে ইতিমধ্যেই বেহাল অবস্থা রাস্তাঘাটগুলির। রাস্তায় জল জমে যাওয়ায় ট্র্যাফিকের হাল খুব খারাপ। বিপর্যস্ত ট্রেন চলাচলও।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বোরিভলি থেকে বান্দ্রা-কুর্লা যেতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। শহরের বেশ কিছু রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। দাদর, কুর্লা-সহ বিভিন্ন স্টেশনগুলিতে লাইনের উপর জল জমে যাওয়ায় ট্রেন খুব ধীরে চলছে। বাতিল করা হয়েছে অনেক ট্রেন। সড়ক ও রেলপথের পাশাপাশি বিমান চলাচলেও বেশ প্রভাব পড়েছে। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ছাড়তে বা নামতে সমস্যা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে খবর। বৃষ্টির কারণে অনেক স্কুল ছুটি ঘোষণা করেছে।

আবহাওয়া দফতর থেকে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়ায় রাজ্য প্রশাসন বাসিন্দাদের বাড়িতে থাকতেই পরামর্শ দিচ্ছে।

গত বুধবারেই প্রবল বর্ষণের কারণে সাবিত্রী নদীর উপর মুম্বই-গোয়া জাতীয় সড়কে সেতু ভেঙে পড়ে যায় দু’টি বাস। এখনও পর্যন্ত ন’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও ১৩ জনেরও তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

আরও খবর...

সেতু ভেঙে নদীতে যাত্রীবোঝাই দু’টি বাস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement