বিশাখাপত্তনমে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মঘাতী আইআইটি পড়ুয়া। — ফাইল চিত্র।
পরীক্ষায় দু’টি বিষয়ে পাশ করতে পারেননি। সে কারণে চরম পদক্ষেপ করলেন ২০ বছরের এক আইআইটি পড়ুয়া। সমুদ্রে ঝাঁপ দিলেন তিনি। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, পরীক্ষায় পাশ না করার কারণে অবসাদে ভুগছিলেন হায়দরাবাদ আইআইটির ওই পড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিবাসী ওই পড়ুয়ার নাম ধনবৎ কার্তিক। তেলঙ্গানার নালগোণ্ডা জেলার বাসিন্দা। ১৯ জুলাই সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন তিনি। ২০ জুলাই তাঁর দেহ উদ্ধার করা হয়। মৎস্যজীবীদের সাহায্যে সমুদ্র থেকে তোলা হয় তাঁর দেহ। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার সিএম ত্রিবিক্রম বর্মা জানিয়েছেন, ওই পড়ুয়া পড়াশোনায় মন দিতে পারছিলেন না। সে কারণে ফিরে এসেছিলেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ১৯ জুলাই বিশাখাপত্তনমের রামকৃষ্ণ সৈকতের ধারে শেষ বার দেখা গিয়েছিল ধনবৎকে। সেখানে তাঁর মোবাইলের লোকেশন শেষ বার ধরা পড়েছিল। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ক্রমেই বিপজ্জনক এলাকায় এগিয়ে যাচ্ছেন ধনবৎ। পুলিশ আরও জানতে পেরেছে, ১৭ জুলাই হায়দরাবাদ ছেড়েছিল কার্তিক। হায়দরাবার আইআইটি কর্তৃপক্ষ এর পর থানায় নিখোঁজ হওয়ার ডায়েরিও করেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারে, দু’টি বিষয়ে পাশ করতে পারেননি ধনবৎ। সে কারণে অবসাদে ভুগছিলেন।