দুর্ঘটনাগ্রস্ত মিগ-২৭ ফাইটারে তখনও জ্বলছে আগুন। ছবি: পিটিআই।
বায়ুসেনার একটি মিগ-২৭ যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানের যোধপুরে। সোমবার সকালের এই দুর্ঘটনায় অন্তত দু’জন জখম হয়েছেন। তবে যুদ্ধবিমানটির দুই পাইলটই অক্ষত।
যোধপুর বিমানঘাঁটি থেকে এ দিন সকালে রুটিন উড়ান শুরু করেছিল ওই মিগ-২৭ ফাইটার। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক মণীশ ওঝা জানিয়েছেন, সকাল ১১টা ৩০ নাগাদ বিমানঘাঁটির কাছেই একটি বাড়ির উপর ভেঙে পড়েছে ফাইটার জেটটি। বিপদ বুঝে মাঝ আকাশেই প্যারাশুট নিয়ে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন দুই পাইলট। তাঁরা অক্ষতই রয়েছেন।
মিগ-২৭ ফাইটারগুলি ভারতীয় বায়ুসেনার সবচেয়ে পুরনো যুদ্ধবিমানগুলির অন্যতম। বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা গত বছরই ঘোষণা করেছিলেন, মিগ-২৭ বিমানগুলিকে ধাপে ধাপে বাহিনী থেকে বসিয়ে দেওয়া হবে। রাফাল জেট এবং দেশে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট তেজস বায়ুসেনার অন্তর্ভুক্ত হলেই মিগ-২৭ ফাইটারগুলিকে অবসরে পাঠানো হবে। এ দিনের দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ভারতের বিমানঘাঁটি থেকে পাকিস্তানে হামলা চালাবে মার্কিন ড্রোন: হাফিজ