National News

‘আর কত স্বাধীনতা দরকার?’ নাম না করে নাসিরুদ্দিনকে কটাক্ষ অনুপম খেরের

সরাসরি নাম না করে এ ভাবেই নাসিরুদ্দিন শাহকে আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপি সমর্থক অনুপম খের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১১:০৯
Share:

অনুপম খের ও নাসিরুদ্দিন শাহ।

আর কতটা স্বাধীনতা পেলে তিনি খুশি হবেন? সরাসরি নাম না করে এ ভাবেই নাসিরুদ্দিন শাহকে আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপি সমর্থক অনুপম খের। দেশে অসিহষ্ণুতার আবহ তৈরি হয়েছে। সমাজে বিষ ছড়িয়ে পড়ছে। দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সম্প্রতি নাসিরুদ্দিন শাহের এই ধরনেরমন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে যায়। বিতর্ক এখনও চলেছে।

Advertisement

সেই বিতর্কের মাঝেই এ বার মুখ খুললেন অনুপম খের। তিনি বলেন, “যে দেশে সেনা জওয়ানদের নির্দ্বিধায় গালি দেওয়া যায়, সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়, বিমানবাহিনীর প্রধান সম্পর্কে কটূক্তি করা যায়, সে দেশে একটা মানুষের এর চেয়ে আর কতটা স্বাধীনতা প্রয়োজন, বলতে পারেন?”

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে আশঙ্কা প্রকাশ করেছিলেন নাসিরুদ্দিন শাহ।সেখানে তিনি বলেছিলেন, “যারা লাগাতার আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের কিছুই বলা হচ্ছে না। আমরা তো দেখতেই পাচ্ছি, নিহত পুলিশ অফিসারের চেয়ে এখন গরুর গুরুত্ব বেশি।’’ এখানেই থামেননি নাসির। নিজের ছেলেমেয়ের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ভাবে ট্রোল করা হয়। রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী বলেও তাঁকে কটাক্ষ করা হয়। কেউ কেউ তাঁকে পাকিস্তানে চলে যাওয়ারও পরামর্শ দেন।

Advertisement

আরও পড়ুন: ৬ হাজার থেকে ২০ লক্ষ, কোথা থেকে টাকা পড়ছে অ্যাকাউন্টে! ভ্যাবাচ্যাকা খাচ্ছে হাওড়ার গ্রাম

আরও পড়ুন: ‘মোদী সরকারকে দেখিয়ে দেব, কী ভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয়’, সরব ইমরান

কংগ্রেস এবং এনসিপি নাসিরের পাশে দাঁড়ায়, তাঁর বক্তব্যকে সমর্থন করে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের পৃথ্বীরাজ চহ্বণ বলেন, ‘‘বিজেপি যে ভীতির পরিবেশ তৈরি করেছে, তাতে নাসিরের মতো ধর্মনিরপেক্ষ নাগরিক মাত্রেই ভয় পাচ্ছেন।’’ এনসিপি নেতা নবাব মালিকের মন্তব্য, ‘‘নাসিরের তো চিন্তা হতেই পারে। কিন্তু আরএসএসকেও বুঝতে হবে, মেরুকরণে শেষ পর্যন্ত রাজনৈতিক ফায়দা হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement