হায়াত রিজেন্সি, মুম্বই।
আর্থিক সঙ্কটে আপাতত বন্ধ হয়ে গেল মুম্বইয়ের অন্যতম সেরা হোটেল হায়াত রিজেন্সি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এতটাই খারাপ যে কর্মীদের বেতন দেওয়ার মতোও টাকা নেই। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত হোটেল বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে।
সোমবার এক বিবৃতি দিয়ে হোটেল ম্যানেজার হরদীপ মারওয়া জানান, হোটেল চালানোর জন্য মালিকপক্ষ কোনও টাকাই পাঠাচ্ছেন না। কর্মীদের বেতনও বন্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই হোটেলের ঝাঁপ বন্ধ করতে হচ্ছে। পরবর্তী কোনও নোটিস না আসা পর্যন্ত হোটেলের দরজা বন্ধই থাকবে বলে জানিয়েছেন হরদীপ।
মুম্বইয়ের এই বিলাসবহুল হোটেলটির কর্ণধার এশিয়ান হোটেলস (ওয়েস্ট) লিমিটেড। মুম্বই বিমানবন্দরের কাছে রয়েছে এই হোটেলটি। অতিমারির কারণে দেশ জুড়ে হোটেল ব্যবসা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের আনাগোনাও কমে গিয়েছে। ফলে আর্থিক সঙ্কটের মুখে পড়ছে এই ব্যবসা। ২০২০-তে লকডাউনের সময় ক্ষতির মুখে পড়ে হোটেল শিল্প। ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মুখ থুবড়ে পড়ছে হোটেল শিল্প। শুধু হোটেল শিল্পই নয়, পর্যটন শিল্পেও অতিমারির প্রভাব পড়ায় যার সরাসরি প্রভাব পড়ছে হোটেল শিল্পগুলোর উপর।