encounter in Anatnag

অনন্তনাগে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হিজবুল জঙ্গি

প্রায় দু’ঘন্টা গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে এক শীর্ষ হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। তার কাছ থেকে একটি এসএলআর উদ্ধার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

অনন্তনাগ শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৯:০৯
Share:

—ফাইল চিত্র।

ফের কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক সেনা জওয়ান।

Advertisement

পিটিআই সূত্রের খবর, বৃহস্পতিবার অনন্তনাগের বিজবেহরার কানিবালের একটি বাড়িতে জঙ্গিরা গা-ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পেয়ে গ্রাম ঘিরে ফেলে সেনা ও সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। প্রায় দু’ঘন্টা গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে এক শীর্ষ হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। তার কাছ থেকে একটি এসএলআর উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই রাইফেলটি পুলিশের থেকে মাস কয়েক আগে লুঠ করা হয়েছিল। আরও দুই জঙ্গি রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে জানিয়েছে সেনা। তাদের খোঁজে শুরু হয়েছে চিরুণী তল্লাশি। গুলির লড়াইয়ে জখম হয়েছেন এক সেনা জওয়ানও।

আরও পড়ুন:
কাশ্মীরে মেজর-সহ নিহত দুই সেনা

Advertisement

মূলস্রোতে ফিরতে চান কেএলও প্রধান

এই নিয়ে গত ২৪ ঘণ্টায় উপত্যকায় মৃত্যু হল তিন জঙ্গির। গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক মেজর-সহ দুই সেনাকর্মীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement