তীব্র গরমে কাহিল বিহার, তিন জেলায় মৃত ৫০

১৯৬৬ সালের ৯ জুন পটনায় সর্বকালীন তাপমাত্রা ৪৬.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। শনিবার গয়ায় ছিল ৪৫.২ ও ভাগলপুরে ৪১.৫ ডিগ্রি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৯ ০১:১৭
Share:

প্রবল তাপপ্রবাহে কাহিল অবস্থা বিহারবাসীর। সরকারি সূত্রের হিসেব, তাপপ্রবাহের জেরে রাজ্যে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। ঔরঙ্গাবাদে ৩০ জন, গয়ায় ১৭ জন ও পটনায় ৩ জন। হাসপাতালে ভর্তি ১০০ জনের বেশি। রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পটনা আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গত এক দশকে জুন মাসে পারদ এতটা ওঠেনি পটনায়। ১৯৬৬ সালের ৯ জুন পটনায় সর্বকালীন তাপমাত্রা ৪৬.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। শনিবার গয়ায় ছিল ৪৫.২ ও ভাগলপুরে ৪১.৫ ডিগ্রি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন রবিবার বলেন, “সাধারণের কাছে আবেদন করছি যত ক্ষণ গরম না-কমে খুব কাজ না-থাকলে বাইরে বেরোবেন না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement