Jammu and Kashmir

কর্তব্যে অবিচল, কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় টিকা দিতে হেঁটে নদী পার স্বাস্থ্যকর্মীদের

জম্মু এবং কাশ্মীরের রাজৌরি জেলার প্রত্যন্ত এলাকায় টিকাকরণের জন্য শুক্রবার যাচ্ছিলেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

রাজৌরি শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১৪:২৫
Share:

এ ভাবেই টিকা দিয়ে কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে হবে কোভিডের টিকা। পথ যতই প্রতিকূল হোক, নিজেদের কর্তব্যে অবিচল তাঁরা। তাই পায়ে হেঁটেই নদী পার করছেন তাঁরা। টিকা দিতে যাওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের নদী পেরনোর এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তার পরই ওই স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের প্রতি নিষ্ঠাকে কুর্নিশ জানাচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

জানা গিয়েছে, জম্মু এবং কাশ্মীরের রাজৌরি জেলার প্রত্যন্ত এলাকায় টিকাকরণের জন্য শুক্রবার যাচ্ছিলেন তাঁরা। রাজৌরি জেলার কাঁদি ব্লকের মেডিক্যাল অফিসার ইকবাল মালিক এই ঘটনা নিয়ে সংবাদ সংস্থা এএনআই বলেছেন, ‘‘দুর্গম এবং প্রত্যন্ত এলাকা যেখানে চিকিৎসা পরিষেবা পাওয়া কঠিন। সেখানকার ১০০ শতাংশ বাসিন্দাদের কোভিডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’’

ভিডিয়োতে দেখা যাচ্ছে, দু’জন মহিলা এবং এক ব্যক্তি নদী পেরচ্ছেন। নদীতে হাঁটু সমান জল রয়েছে। তা পেরিয়ে নদীর ওপারে গেলেন তাঁরা। নদীর স্রোত সামলাতে একে অপরের হাত ধরাধরি করে পার হলেন তাঁরা। এর পর আরও দু’জন স্বাস্থ্যকর্মী টিকার বাক্স নিয়ে পার হলেন নদী। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement