HD kumarswamy

লোকসভা ভোটের আগে এনডিএ-তে যোগ দেবগৌড়া পুত্রের, দিল্লিতে দেখা করলেন শাহ-নাড্ডার সঙ্গেও

কর্নাটকের আঞ্চলিক দল জনতা দল সেকুলারের প্রধান কুমারস্বামী। দিল্লিতে নড্ডা এবং শাহের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপি এবং জেডিএস কী ভাবে আসন ভাগ করে নেবে, তা তাঁরা পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯
Share:

ছবি: সংগৃহীত।

এক কালে কংগ্রেসের হাত ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচ ডি দেবগৌড়ার পুত্র এইচ ডি কুমারস্বামী। কর্নাটকে এখন সেই কংগ্রেসই ক্ষমতায়। কিন্তু শুক্রবার কুমারস্বামী যোগ দিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে। দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে সেই যোগদানকে আনুষ্ঠানিক করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

কর্নাটকের আঞ্চলিক দল জনতা দল সেকুলারের প্রধান কুমারস্বামী। দিল্লিতে নড্ডা এবং শাহের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপি এবং জেডিএস কী ভাবে আসন ভাগ করে নেবে, তা তাঁরা পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবেন।

শুক্রবার টুইটারে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণাও করেছেন কুমারস্বামী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement