বিশ্বের বিলাসবহুল বাড়িগুলির মধ্যে এটা অন্যতম। নাম অ্যান্টিলিয়া। মুম্বইয়ের ২৭তলা এই বাড়িটিই রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানীর ঠিকানা। ২৭ তলার এই বাড়িটির কোনও একটি তলার সঙ্গে অপর তলার মিল নেই। চলুন অ্যান্টিলিয়ার ঘরগুলির ভিতরে ঢুঁ মারা যাক।।
দক্ষিণ মুম্বইয়ের অল্টমাউন্ড রোডে বিশ্বের অন্যতম দামি বাড়ি ‘অ্যান্টিলিয়া’। ২৭ তলা এই বাড়িটির উচ্চতা ৫৭০ ফুট।
অতলান্তিক মহাসাগরের একটি দ্বীপের নামে এই বাড়ির নাম রাখা হয়েছে ‘অ্যান্টিলিয়া’। বাড়িটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮ হলেও এই বাড়ির কোনও ক্ষতি হবে না।
বাড়ির ভিতরই রয়েছে জিম, হেল্থ স্পা, বিউটি পার্লার, বলরুম। রয়েছে তিনটি সুইমিং পুল, ৫০ আসন বিশিষ্ট একটি সিনেমা হল। যোগাসন এবং নাচের জন্যও আলাদা ঘর রয়েছে অ্যান্টিলিয়ায়।
বাড়িটি নকশা করা হয়েছে ক্রিস্টাল, মার্বেল এবং মুক্তো দিয়ে। বাড়িটিতে রয়েছে ৯টি সুপার ফাস্ট লিফ্ট। রয়েছে তিনটি হেলিপ্যাড।
বাড়ির ছয়টি তলা কেবল গাড়ি রাখার জন্য বরাদ্দ করা হয়েছে। মালিকের দেড়শোর বেশি গাড়ির জন্য এটুকু তো করতেই হবে।
অম্বানীরা ছাড়া বাড়িতে থাকেন ৬০০ জন কর্মচারী। রয়েছেন নিরাপত্তা রক্ষী, দেহরক্ষীরাও।
বাড়িটির আনুমানিক মূল্য ভারতীয় টাকা প্রায় ১৪ হাজার কোটি।