ছবি: পিটিআই।
ঠিক ছিল, বিকেল পাঁচটায় তারা প্রতিবাদ জানাবে ইন্ডিয়া গেটের কাছে। আগের রাতেই সেখানে ১৪৪ ধারা জারি করে দিল্লি পুলিশ। এর জেরে প্রতিবাদস্থল বদলে যন্তর মন্তরে নিয়ে যায় আম আদমি পার্টি ও ভীম আর্মি। আজ পথে নামলেন কয়েক হাজার প্রতিবাদকারী। তাঁদের জমায়েতে ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজ়াদ ঘোষণা করলেন, ‘“হাথরসের ঘটনায় সুবিচার না-পাওয়া ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইস্তফা না-দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” দলিত নেতা চন্দ্রশেখরের মূল নিশানা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “স্বৈরতন্ত্রী শাসকের মতো ইন্ডিয়া গেট আটকে দিলেন। হাথরাসে নির্যাতিতা-নিহত তরুণী বা তাঁর পরিবারের আর্তনাদ প্রধানমন্ত্রী শুনতে পাচ্ছেন না। কত দিন চুপ করে থাকবেন মোদীজি? আপনার নীরবতা আমাদের মেয়েদের পক্ষে বিপজ্জনক। জবাব আপনাকে দিতেই হবে। সুবিচার নিশ্চিত করতেই হবে আপনাকে।”