Death

Suicide: স্টুডেন্ট ভিসা এলেও জানতে পারলেন না, পরের দিন খাল থেকে মিলল ছাত্রের দেহ

বন্ধুর ভিসা এসে গিয়েছিল। তাঁর আসেনি। তৈরি হয়েছিল অবসাদ। শেষ পর্যন্ত যখন কানাডার স্টুডেন্ট ভিসা হাতে এল, জানতেই পারলেন না ২৩ বছরের ছাত্র।

Advertisement

সংবাদ সংস্থা

কুরুক্ষেত্র শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১৮:২৫
Share:

ভিসা যেদিন এল, পরের দিন খাল থেকে মিলল ছাত্রের দেহ। —প্রতীকী ছবি

কানাডায় পড়তে যাবেন। ভিসার জন্য মাসের পর মাস অপেক্ষা করছিলেন ২৩ বছরের ছাত্র। ভিসা আসেনি। শেষে যখন ভিসা এল, তখন আর জানতে পারলেন না ওই ছাত্র। কারণ তার আগের দিন থেকেই তিনি নিখোঁজ। ভিসা আসার পরের দিন খাল থেকে উদ্ধার হল ছাত্রের দেহ। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন তিনি। হরিয়ানা জেলার কুরুক্ষেত্রের ঘটনা।

Advertisement

ছাত্রের নাম বিকেশ সাইনি ওরফে দীপক। হরিয়ানার শাহবাদের গোরখা গ্রামের বাসিন্দা। বাবা সরকারি কর্মী। এক ভাই এবং দুই বোন রয়েছে বিকেশের। জানা গিয়েছে, স্নাতক পাশ করার পর থেকেই কানাডায় থিতু হতে চাইছিলেন। ভিসার আবেদন করেন। কত দিন আগে করেছিলেন, জানা যায়নি। বিকেশের বন্ধু ভিসা পেয়ে গেলেও তিনি পাননি। সেই থেকে অবসাদ।

জানসা টাউনের কাছে একটি খালে ঝাঁপ দেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেশের খোঁজে বের হয় পরিবার। তখন ওই খালের পাশ থেকে বিকেশের চটি ও মোটরবাইক উদ্ধার হয়। এর পরেই সেখানে ডুবুরি নামায় পুলিশ। শুক্রবার দেহ উদ্ধার হয় বিকেশের।

Advertisement

গ্রাম পঞ্চায়েত প্রধান গুরনাম সিং বলেন, ‘‘বৃহস্পতিবার ভিসা এসেছে বিকেশের। তত দিনে তিনি নিখোঁজ। বন্ধুর ভিসা এসে যাওয়ায় অবসাদ বাড়ে। বিকেশের পরিবারও তাঁকে কানাডায় পাঠাতে চাইছিল।’’ ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত অতিমারির পর আবেদন করার দিন থেকে স্টুডেন্ট ভিসা হাতে পাওয়ার সময়সীমা বেড়ে গিয়েছে। আমেরিকা এবং ব্রিটেনের স্টুডেন্ট ভিসা পেতে সমস্যা বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement