গুরুগ্রামের রাস্তা। ফাইল ছবি। ছবি: পিটিআই
লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল হরিয়ানা। ১৭ মে-এর বদলে আপাতত লকডাউন চলবে ২৪ মে পর্যন্ত। টুইটারে সে কথা ঘোষণা করলেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। হরিয়ানা সরকার ‘লকডাউন’ শব্দবন্ধের বদলে ব্যবহার করছে ‘মহামারি অ্যালার্ট- সুরক্ষিত হরিয়ানা’ শব্দবন্ধটি। ভিজ টুইটারে লিখলেন, ‘মহামারি অ্যালার্ট- সুরক্ষিত হরিয়ানা ১৭ মে থেকে বাড়িয়ে করা হল ২৪ মে। এই পর্যায়ের কঠোর হাতে নিয়ন্ত্রণ কার্যকর করবে রাজ্য সরকার’।
বর্তমানে যে লকডাউন চলছে, সেটি চলাকালীনই হরিয়ানার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বাড়িতে থাকার অনুরোধ করেছিলেন। যদিও জরুরি পরিষেবার বেশ কয়েকটি ক্ষেত্রকে ছাড় দিয়েছিল হরিয়ানা সরকার। তবে পাশাপাশি, জমায়েত রুখতে রাতে কার্ফু জারি করার পাশাপাশি নিয়মিত নজরদারিও চালাচ্ছিল হারিয়ানা সরকার। নতুন লকডাউনের সময়ে সেই নজরদারি আরও কড়া হবে বলে জানিয়েছে হরিয়ানা সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুসারে হরিয়ানায় শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৭৬ জন। সে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।