dsp

Haryana DSP Killed: ডিএসপিকে ডাম্পারে পিষে খুন হরিয়ানায়, খনি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলেন

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যান সুরেন্দ্র। সেখানে তাঁকে ঘিরে ফেলা হয়। তার পর একটি পাথর ভর্তি ডাম্পারের তলায় তাঁকে ফেলে পিষে মারা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৪:২২
Share:

খনি মাফিয়াদের হাতে খুন পুলিশ আধিকারিক। ছবি— এএনআই।

খনি মাফিয়াদের হাতে নৃশংস ভাবে খুন হয়ে গেলেন হরিয়ানা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক সুরেন্দ্র সিংহ। তাঁকে ডাম্পারের তলায় ফেলে পিষে মারা হয় বলে খবর পাওয়া যাচ্ছে। বেলা সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে।

Advertisement

মেওয়াতের তাওয়াদুর ডিএসপি সুরেন্দ্র খবর পান, নুহে বেআইনি খনি থেকে পাথর ট্রাকে তোলা হচ্ছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলের দিকে রওনা দেন তিনি। কিন্তু সেখানে পুলিশকে ঘিরে ফেলেন খনি মাফিয়ারা। একটি ডাম্পারের তলায় সুরেন্দ্রকে ফেলে দেওয়া হয়। তাঁর উপর দিয়ে চলে যায় পাথরভর্তি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিয়ানা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের। এ বছরই তাঁর অবসর নেওয়ার কথা ছিল বলে জানা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement