কোনও জন্তুর আক্রমণের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে অনুমান। প্রতীকী ছবি।
‘ম্যান ইটার্স অব কুমায়ুন’ কি ফিরে এল? মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল করবেট ব্যাঘ্র সংরক্ষণে। মহিলার অর্ধেক দেহ কোনও জন্তু খেয়ে নিয়েছে। বুধবার থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার করা হয়েছে করবেট ব্যাঘ্র সংরক্ষণের বাফার জোন থেকে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কমলা দেবী (৩৮)। বদনগড় খালের কাছ থেকে ওই মহিলার দেহ উদ্ধার করেন বনরক্ষীরা। এই কথা জানিয়েছেন চিফ কনজ়ারভেটর অফ ফরেস্ট কুমায়ুন প্রসন্নকুমার পাত্র।
কোনও হিংস্র জন্তুর কবলে পড়ে ওই মহিলা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছেন ব্যাঘ্র সংরক্ষণের কর্মীরা। বুধবার সন্ধ্যা থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। বৃহস্পতিবার খালের কাছে মহিলার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান বনরক্ষীরা।
তবে বাঘ না চিতাবাঘ, কোন জন্তুর আক্রমণের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।