ফাইল চিত্র।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডের শপথগ্রহণের পরের দিনই নতুন সরকার (শিন্ডে শিবির-বিজেপি জোট) নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বালাসাহেব-পুত্রের মন্তব্য, ‘‘অমিত শাহ যদি কথা রাখতেন, তা হলে আজ বিজেপির মুখ্যমন্ত্রী হত।’’
বিজেপিকে নিশানা করে উদ্ধব বলেছেন, ‘‘যে ভাবে সরকার গঠন করা হল, যাঁরা সরকার গড়ছেন, তাঁরা শিবসৈনিক নন। আড়াই বছর আগে কেন একই জিনিস করল না ওরা (বিজেপি)? বিজেপি ও আমাদের মধ্যে স্থির হয়েছিল। আড়াই বছর আগে একই ব্যবস্থা করা হয়েছিল। ওরা যদি ওদের প্রতিশ্রুতি রাখত, তা হলে মহাবিকাশ আঘাডী তৈরি হত না।’’
শাহের নাম উল্লেখ করে ঠাকরে বলেছেন, ‘‘অমিত শাহকে আগে বলেছিলাম যে, আড়াই বছরের জন্য শিবসেনার মুখ্যমন্ত্রী করা হোক। ওরা যদি তা করত, তা হলে আজ বিজেপির মুখ্যমন্ত্রী হত।’’ অন্য দিকে, একনাথ শিন্ডেকে বিঁধে বালাসাহেব-পুত্র বলেছেন, ‘‘উনি শিবসেনার মুখ্যমন্ত্রী নন...।’’
উল্লেখ্য, শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করে বাণিজ্যনগরীর রাজনীতি উথালপাতাল হয়েছে একনাথ শিন্ডেদের দাপটে। শেষমেশ বৃহস্পতিবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শিন্ডে। উপমুখ্যমন্ত্রী করা হয়েছে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসকে। এই প্রেক্ষাপটে বিজেপির সঙ্গে শিবসেনার অতীতের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে যে মন্তব্য করলেন উদ্ধব, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।