দেশ-বিদেশে সাড়া ফেলেছে আইআইটি গুয়াহাটি-র গবেষণা। ছবি: সংগৃহীত।
বিভিন্ন রায়াসনিক বর্জ্য থেকে জ্বালানি ও ল্যাকটিক অ্যাসিড তৈরির অনুঘটক তৈরি করেছেন গুয়াহাটি আইআইটির গবেষকেরা। রসায়ন ও ন্যানোটেকনোলজি বিভাগের অক্ষয়কুমার আলাপি সীতারাম ও নাইপার-এর হেমন্তকুমার শ্রীবাস্তবের নেতৃত্বে আইআইটি গুয়াহাটির গবেষকদের তৈরি এই ‘পিন্সার ক্যাটালিস্ট’ বিপুল পরিমাণ শিল্পক্ষেত্রের বর্জ্য থেকে লাগাতার প্রচুর হাইড্রজেন, বুটানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরিতে সক্ষম। তাঁদের এই গবেষণা সম্প্রতি ‘রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নাল’ ও ‘কেমিক্যাল কমিউনিকেশনস অ্যান্ড ক্যাটালিস্ট সায়েন্স অ্যান্ড টেকনলজি’-তে প্রকাশিত হয়েছে। কারখানার রায়াসনিক বর্জ্য থেকে সহজে এমন প্রয়োজনীয় রাসায়নিক তৈরি করতে পারায় দেশ-বিদেশে সাড়া ফেলেছে তাঁদের গবেষণা।
গুয়াহাটি আইআইটি জানাচ্ছে, অল্প অনুঘটক ব্যবহার করেই গ্লিসারল থেকে ল্যাকটিক অ্যাসিড ও হাইড্রজেন এবং ‘লো-এনার্জি ডেনসিটি’ জ্বালানি বায়োইথানল থেকে প্রচুর পরিমাণে ‘হাই-এনার্জি ডেনসিটি’ জ্বালানি বুটানল পাওয়া যাচ্ছে। ল্যাকটিক অ্যাসিড খাদ্য, ওষুধ, প্রসাধন ও পলিমার শিল্পে কাজে লাগে। বুটানল শক্তি ক্ষেত্রে প্রয়োজনীয় সামগ্রী। গবেষণায় বায়োমাস থেকে ইথানলের মতো উচ্চমানের জ্বালানিও তৈরি করা হয়েছে। বিভিন্ন পরিবেশে এই পরীক্ষাগুলি চালিয়ে সাফল্য নিশ্চিত করেছেন গবেষকেরা। তাঁদের মতে, গ্লিসারল থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরির সময় উপরি পাওনা হিসেবে মিলছে হাইড্রোজেন। এখন গবেষকদের দলটি বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করার পরিকল্পনা করছেন।