National News

লাইভ: রাম রহিম দোষী, রায় শোনার পর তাণ্ডব ডেরা অনুগামীদের

ধর্মীয় সংগঠন ডেরা সাচা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ, শুক্রবার পাঁচকুলায় বিশেষ আদালত সেই মামলার রায় ঘোষণা করবে। ১৯৯৯-এ দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল রাম রহিমের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১১:৪২
Share:

গুরমিত রাম রহিম। ছবি: সংগৃহীত।

• ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন রাম রহিম। আগামী সোমবার ২৮ অগস্ট সাজা ঘোষণা।

Advertisement

• আদালতের রায় শোনার পরই কান্নায় ভেঙে পড়েন রাম রহিমের বহু সমর্থক। কেউ কেউ এই খবরটা শোনার পর জ্ঞানও হারান।

• প্রায় ৫০-৬০ হাজার সমর্থক আদালতের বাইরে হাজির হয়েছেন। পুলিশ ছররা বন্দুক নিয়ে প্রস্তুত।

Advertisement

আরও পড়ুন: যৌন নির্যাতনে নাম জড়িয়েছে এই ধর্মগুরুদেরও

• সেনা হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে রাম রহিমকে।

• পাঁচকুলায় ডেরা সমর্থকদের তাণ্ডব। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ।

• সংবাদমাধ্যমের কর্মীদের উপর হামলা চালাল ডেরা সমর্থকরা।

• পাঁচকুলায় পুলিশের উপর হামলা চালিয়ে, গাড়ি ভাঙচুর করছে রাম রহিমের ভক্তরা।

• পাঁচকুলায় কার্ফু জারি করল হরিয়ানা প্রশাসন।

আরও পড়ুন: পঞ্জাব-হরিয়ানা জুড়ে তাণ্ডব ভক্তদের, আগুন-ভাঙচুর-গুলি, হত ৫

• পঞ্জাবের মানসা, ভাতিন্ডা ও মুকতাসরে কার্ফু জারি।

• কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ পঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন।

• হরিয়ানায় হিংসা ছড়ানোর পর দিল্লিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে আজ যা ঘটেছে

• ১০০ গাড়ির কনভয় নিয়ে পাঁচকুলা আদালতে এলেও দু’টি গাড়িকে আদালতে চত্বরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

• রাজস্থানের শ্রী গঙ্গানগর এবং হনুমানগড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে ৪৮ ঘণ্টার জন্য, সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট।

• দুপুর ১টা নাগাদ হরিয়ানার পাঁচকুলায় পৌঁছেছেন ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। পাঁচকুলার বিশেষ আদালতেই আজ তাঁর ধর্ষণ মামলার রায় ঘোষণা হবে।

• হরিয়ানার সিরসায় নিজের সাংগঠনিক দফতর থেকে সকাল ৯টা নাগাদ রওনা দেন রাম রহিম। সঙ্গে ১০০ গাড়ির কনভয়। পাঁচকুলার আদালত সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরে।

আরও পড়ুন: বর্ণময় এবং বিতর্কিত, কে এই রাম রহিম

আরও পড়ুন: ডেরা প্রধানের রায় ঘিরে চূড়ান্ত সতর্কতা দুই রাজ্যে


পাঁচকুলাতে পরিস্থিতি সামলাতে রাস্তায় পুলিশ। ছবি: এএফপি।

• দুপুর আড়াইটে নাগাদ রায় ঘোষণা হওয়ার কথা আদালতে।

• বাবা রাম রহিমের বিরুদ্ধে ১৯৯৯ সালে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ২০০২ সালে সিবিআই ডেরা-প্রধানের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে।

• টানটান উত্তেজনা রয়েছে পঞ্জাব ও হরিয়ানা জুড়ে।

• সিরসায় বিভিন্ন রাজ্য থেকে রাম রহিমের কয়েক লক্ষ অনুগামী জমায়েত রয়েছেন গত কয়েক দিন ধরে।

• অনুগামীরা দলে দলে পাঁচকুলাতেও ভিড় করতে শুরু করেছেন গতকাল থেকে। আদালতের রায় বাবা-র বিপক্ষে গেলে পঞ্জাব, হরিয়ানা দুই রাজ্যেই আগুন জ্বলতে পারে বলে আশঙ্কা।

• অতীতে ডেরা অনুগামীদের হিংসায় জড়িয়ে পড়ার বহু নজির রয়েছে।

• পাঁচকুলা, সিরসা, হিসার ও অন্যান্য কিছু অঞ্চলে প্রচুর সংখ্যায় নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। পুলিশ সোশ্যাল মিডিয়ার উপরে কড়া নজর রাখছে।

• আজ ভোর থেকেই পাঁচকুলায় সেনা নামানো হয়েছে।

• এর পাশাপাশি ৫৩ কোম্পানি আধাসামরিক বাহিনী এবং ৫০ হাজার পুলিশ মোতায়েন হয়েছে হরিয়ানা এবং পঞ্জাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement