গুপকর জোট নেতৃত্ব। ছবি পিটিআই।
কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে থাকবে গুপকর জোট। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন জোটের অন্যতম মুখ ফারুক আবদুল্লা। গত সপ্তাহেই কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠকের কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে নবগঠিত কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বলে শোনা যায়। ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীর নিয়ে মোদীর এটিই প্রথম আলোচনার ডাক। সব মিলিয়ে পরিস্থিতির গুরুত্ব বুঝেই বৈঠকে থাকছে গুপকর জোট।
মঙ্গলবার সাংবাদিকদের ফারুক আবদুল্লা জানিয়েছেন, ‘মেহবুবা মুফতি, মহম্মদ তারিগামি, ও আমি প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকব। আমি আশা করছি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আমরা সমস্ত ইস্যু তুলে ধরতে পারব। তিনি মনে করিয়ে দিয়েছেন, ৭ দলের গুপকর জোট প্রধানমন্ত্রীর সামনে একদিকে যেমন ৩৭০ বিলোপের বিরোধিতা করবে, তেমনই রাজ্যের মর্যাদা ফিরে দেওয়ারও দাবি জানাবে।
এই জোটের অন্যতম শক্তি পিডিপি-র প্রধান মেহবুবা মুফতি জানিয়েছেন, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি তোলা খুবই স্বাভাবিক। কেন্দ্র যদি রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়, তাহলেও তারা মহান কোনও কাজ করেছে এমন নয়। জোট যে কাজের জন্য গঠিত হয়েছিল, সেই দিকে এক পা এগিয়ে যাওয়া যাবে কেন্দ্র কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিলে।
প্রধানমন্ত্রীর বৈঠকের আগে ইতিমধ্যে কেন্দ্র প্রশাসনিক আলোচনা সেরে ফেলেছে। গত শুক্রবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও জম্মু ও কাশ্মীরের লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিংহের সঙ্গে।