আগুন লেগেছে সুরাতের বহুতলে। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ভয়াবহ আগুন লাগল সাত তলা মার্কেট কমপ্লেক্সে। মঙ্গলবার সাতসকালে গুজরাতের সুরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে সেখানে পৌঁছে যায় দমকলের ৪০টি ইঞ্জিন। যদিও এই আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সুরাতের পুণে কুম্ভরিয়া রোডে রয়েছে রঘুবীর টেক্সটাইল মার্কেট। সাত তলা সেই বাজারে অধিকাংশ দোকানই জামাকাপড়ের। সেখানেই সাত সকালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুনের ধোঁয়ায় ভরে যায় চারিদিক। খবর যায় দমকলে। দমকলের ৪০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
কী থেকে ওই মার্কেট কমপ্লেক্সে আগুন লাগল তা এখনও অবধি জানা যায়নি। যদিও আগুন লাগার সময় বাজারের দোকানপাট বন্ধ ছিল। তাই কোনও ব্যক্তির আটকে পড়া বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও প্রাথমিক অনুমান দমকলের। যদিও বাজারে প্রচুর জামা কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অনুমান সুরাতের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার এনভি উপাধ্যায়ের। দেখুন আগুন লাগার ভিডিয়ো—
গত বছর মে মাসে সুরাতের একটি কোচিং সেন্টারে ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ড। তক্ষশীলা আর্কেড নামের সেই বিল্ডিংয়ের আগুনে আটকে পড়েছিল প্রায় ৬০ জন। তাদের মধ্যে অধিকাংশই ছিল ছাত্র-ছাত্রী। সেই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: ‘ছাত্রজীবন কাটালে তো ছাত্রদের বুঝবেন!’
আরও পড়ুন: দেশি জিনিসই কেনো, মোদীর বার্তা পড়ুয়াদের