Gujarat Assembly Elections 2017

‘ব্লু হোয়েল-এ আটকে কংগ্রেস, ১৮ তারিখই তার শেষ পর্ব’

তাঁর কথায়, ‘‘ইভিএম ইন্টারনেটের মাধ্যমে চলে না। ব্লু-টুথের মাধ্যমে কারচুপি করা যে সম্ভব নয়, সেটা কংগ্রেস নেতারা বুঝতে পারছেন না।’’

Advertisement

সংবাদ সংস্থা

পাটান শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১২:১৫
Share:

প্রধানমন্ত্রীর এ কোন ধরনের অপ্রধানমন্ত্রী সুলভ আচরণ! ফাইল চিত্র।

কংগ্রেসকে আক্রমণ করতে এ বার ‘ব্লু-হোয়েল’ গেমকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘‘কংগ্রেস ব্লু হোয়েল গেমে আটকে পড়ছে, ১৮ ডিসেম্বরই তাদের পর্ব শেষ।’’

Advertisement

সোমবার পাটানে নির্বাচনী জনসভা করছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই কংগ্রেস এবং দলের নবনিযুক্ত সভাপতি রাহুল গাঁধীকে আক্রমণ করতে ব্লু হোয়েল প্রসঙ্গ তুলে আনেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘মোবাইল গেম ব্লু হোয়েলে ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যান খেলোয়াড়। ঠিক তেমন ভাবেই পতনের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে কংগ্রেস।’’ গুজরাত নির্বাচনের শেষ ধাপ ১৮ ডিসেম্বর। অর্থাৎ, ফল প্রকাশের দিন। মোদীর দাবি, সে দিনই গুজরাত থেকে পুরোপুরি মুছে যাবে কংগ্রেস।

গত ৯ ডিসেম্বর গুজরাতে প্রথম পর্বের নির্বাচনের পর ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছিল কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছিল রাহুলের দল। অভিযোগ উঠেছিল, ব্লু-টুথের মাধ্যমে ইভিএম-এ কারচুপি চালানোর। পাটানের নির্বাচনী জনসভা থেকে সে বিষয়টি নিয়েও কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘ইভিএম ইন্টারনেটের মাধ্যমে চলে না। ব্লু-টুথের মাধ্যমে কারচুপি করা যে সম্ভব নয়, সেটা কংগ্রেস নেতারা বুঝতে পারছেন না।’’

Advertisement

আরও পড়ুন: গুজরাতি খাবার খেয়ে ভুঁড়ি বেড়েছে রাহুলের!

কংগ্রেস এবং রাহুলকে আক্রমণ করে মোদীর দাবি, “উনি মুখে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, দারিদ্র কী দেখেননি। যখনই ইঙ্গিত পাওয়া যায় বিজেপি জিতছে, তখনই কংগ্রেসিরা রাহুলকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই তাঁরা চিৎকার শুরু করে, ইভিএম... ইভিএম... ইভিএম।”

এর পরই মোদীর কটাক্ষ, ‘‘এখন তাঁরা চিৎকার করছেন ব্লু-টুথ, ব্লু-টুথ করে। কিন্তু, আসলে তাঁরা ব্লু-হোয়েল গেমে আটকে পড়েছেন। যা শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর।’’

গুজরাত নির্বাচন নিয়ে সব খবর পড়তে এখানে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement