বাঁদিকে বিজেপির প্রচার গাড়ি। তাকেই টেনে নিয়ে যাচ্ছে রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর ছবি দেওয়া কংগ্রেসের প্রচার গাড়িটি (ডানদিকে)। ছবি : টুইটার থেকে।
গুজরাতের ভোটের প্রচারে নেমে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছে আম আদমি পার্টি। দৃশ্যটি আপাত দৃষ্টিতে সাধারণ। তবে আপ মনে করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের রাজনৈতিক সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওই দৃশ্য।
কোন রাজনৈতিক সত্য? আপের কথায়, গুজরাতে শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে গোপন আঁতাত রয়েছে। সাম্প্রতিক ঘটনাটিতে তারই প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনাটির একটি ভিডিও আপ নিজের টুইটার একাউন্টে শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে গুজরাতের ভোটের প্রচারে ব্যবহৃত একটি বিজেপির প্রচার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সেটি টেনে নিয়ে যাচ্ছে আরও একটি ভোটের প্রচার গাড়ি। ঘটনা চক্রে এই সাহায্যকারী দ্বিতীয় গাড়িটি কংগ্রেসের। তাতে স্পষ্ট কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি।
দৃশ্যটি আপকে মনে পড়িয়ে দিয়েছে ১৯৯১ সালের জনপ্রিয় বলিউড সিনেমা সওদাগরের একটি গান---- "ইলু ইলু"র কথা। ইলু শব্দটি 'আই লাভ ইউ'-এর ছোট রূপান্তর। আপ বলেছে, গুজরাতের রাজনৈতিক অঙ্গনেও এই দুই দল পরস্পরকে স্বার্থ সিদ্ধি করতে এক অদৃশ্য ভালোবাসার সুতোয় বাঁধা আছে। এরা পরস্পরের মন যুগিয়ে চলে।
আপ তাদের টুইটারে ঘটনাটির ভিডিও প্রকাশ করে লিখেছে, "গুজরাতে বিজেপির থমকে যাওয়া গাড়িকে চালাতে চেষ্টার কসুর করছে না কংগ্রেস। এই হল গুজরাত ভোটে বিজেপি আর কংগ্রেসের 'ইলু ইলু'র গল্প।