National News

উপত্যকায় ফের জঙ্গি হানা, জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে গ্রেনেড বিস্ফোরণ, আহত ২

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর কর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৪:২৩
Share:

গ্রেনেড বিস্ফোরণের পর এলাকায় নিরাপত্তা কর্মীরা। ছবি: টুইটার থেকে

জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হানা। সূত্রের খবর জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা।

Advertisement

ওই বিস্ফোরণে দু’জন আহত হওয়ার খবর মিলেছে। যদিও সরকারি সূত্রে এখনও কোনও কিছু জানানো হয়নি।

স্থানীয় সূত্রে খবর, শ্রীনগরে জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গ্রেনেড বিস্ফোরণের পরেই এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর কর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে। আহত দু’জনকে পাঠানো হয় হাসপাতালে।

Advertisement

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement