সানাই চুরি, ধৃত বিসমিল্লার নাতি

উস্তাদ বিসমিল্লা খানের পাঁচটি সানাই চুরি করার অভিযোগে বারাণসী থেকে ধৃত তাঁর নাতি নাজরে হাসান (২০)। ডিসেম্বরে ডালমান্ডির বাড়ি থেকে চুরি যায় ৪টি রুপোর, একটি কাঠের সানাই। পাওয়া যায়নি দু’টি সোনার চুড়ি-সহ বেশ কয়েকটি স্মারকও।

Advertisement

সংবাদ সংস্থা

বারাণসী শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০২:০৪
Share:

উস্তাদ বিসমিল্লা খানের পাঁচটি সানাই চুরি করার অভিযোগে বারাণসী থেকে ধৃত তাঁর নাতি নাজরে হাসান (২০)। ডিসেম্বরে ডালমান্ডির বাড়ি থেকে চুরি যায় ৪টি রুপোর, একটি কাঠের সানাই। পাওয়া যায়নি দু’টি সোনার চুড়ি-সহ বেশ কয়েকটি স্মারকও। ঘটনায় বিসমিল্লা-পুত্র কাজিম স্থানীয় থানায় অভিযোগ জানান। সম্প্রতি নাজরেকে একটি গয়নার দোকানে ওই সানাই বিক্রি করার সময় হাতেনাতে ধরে পুলিশ। গ্রেফতার করা হয় ওই দুই গয়না ব্যবসায়ীকেও। চারটি সানাই উদ্ধার করা গেলেও এখনও মেলেনি একটি। তবে উদ্ধার হওয়া চারটি সানাই থেকেই গায়েব রুপো বাঁধানো অংশ। গলিয়ে ফেলা হলেও পুলিশি তৎপরতায় উদ্ধার করা গিয়েছে সেই রুপোও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement