—প্রতিনিধিত্বমূলক ছবি।
প্ল্যাটফর্মে কথা কাটাকাটির মধ্যেই এক যুবককে ধাক্কা মারলেন আর এক যুবক। টাল সামলাতে না পেরে চলন্ত ট্রেনের নীচে পড়ে গেলেন প্রথম যুবক। এমনই ঘটেছে মুম্বইয়ের সায়ন স্টেশনে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ (জিআরপি)।
মৃত যুবকের নাম দীনেশ রাঠৌর। তিনি মুম্বইয়ের পরিবহণ নিগমে কাজ করতেন। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনের মধ্যে কোনও কারণে ২৬ বছর বয়সি দীনেশের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল শীতল নামের এক গৃহবধূর। সেই কথা কাটাকাটির রেশ গড়ায় স্টেশনে নামার পরেও। অভিযোগ শীতলের স্বামী অবিনাশ মানে আপত্তিকর শব্দ বলেন দীনেশকে। এই নিয়ে কথা কাটাকাটি চলতে চলতে হঠাৎই দীনেশকে ধাক্কা দেন অবিনাশ। ভারসাম্য রাখতে না পেরে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে পড়ে যান দীনেশ। সেই সময়ই একটি লোকাল ট্রেন সায়ন স্টেশন থেকে বেরোচ্ছিল। ট্রেনের ধাক্কায় পিষ্ট হয়ে যায় দীনেশের শরীর।
স্টেশনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে মুম্বইয়ের ধারাভি অঞ্চল থেকে অবিনাশকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পরে গ্রেফতার করা হয় অবিনাশের স্ত্রী শীতলকেও। ধৃত দু’জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।