ছবি: পিটিআই।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মাসের হিসাবে দু’গুন বাড়ল মহার্ঘ ভাতা। প্রতি মাসে ১০৫ টাকা থেকে তা বেড়ে দাঁড়াল ২১০ টাকা। চলতি অর্থ বর্ষের গোড়া অর্থাৎ ১ এপ্রিল থেকে নয়া নিয়ম কার্যকর হয়েছে। শুক্রবার জানাল কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক। জানানো হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেড় কোটির বেশি কর্মচারী। শুধু তাই নয়, মাসের হিসাবে ভাতা বাড়ার ফলে তাঁদের ন্যূনতম বেতনও অনেকটাই বাড়তে চলেছে।
তবে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এবং রেল, খনি, তেল ও বন্দরে কেন্দ্রের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত অস্থায়ী এবং ঠিকাকর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।