জরুরি পরিষেবা ক্ষেত্রে বাতিল হওয়া পুরনো নোট ব্যবহারের সময়সীমা গতকাল আরও ৭২ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ৮ নভেম্বর সারা দেশে বাতিল হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার সমস্ত নোট। সেই সময়ই সরকার ঘোষণা করেছিল নোট বাতিল হলেও সমস্ত সরকারি জনপরিষেবামূলক স্থানে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে বাতিল নোটও। সেই কথা মতো ১১ নভেম্বর পর্যন্তই এই পরিষেবা বলবৎ থাকার কথা ছিল। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও ৭২ ঘণ্টা সরকারিক্ষেত্রে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানায় কেন্দ্রীয় সরকার।
সোমবার অর্থাৎ ১৪ নভেম্বর পর্যন্ত প্রয়োজনীয় কাজে কোথায় কোথায় এই পরিষেবা পেতে পারেন আপনিও— জেনে নিন সঙ্গের গ্যালারি থেকে।
আরও পড়ুন: সেই রাতেই হাওয়ালায় ‘ভ্যানিশ’ বহু কোটি