অবসরপ্রাপ্ত সেনাদের পেনশন নিয়ে ক্ষোভ মেটাতে আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ টুইটারে প্রধানমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত সেনাদের ‘এক পদ এক পেনশন’-এর দাবি মেটাতে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে কোনও দ্বিধা নেই। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ‘এক পদ এক পেনশন’ চালু করার বিষয়ে কাজ এগোচ্ছে। এই ব্যবস্থা কার্যকর হলে প্রায় ২৫ লক্ষ অবসরপ্রাপ্ত সেনা উপকৃত হবেন।
এক বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকার বিষয়টি নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ না করায় গত কাল দেশের বিভিন্ন জায়গায় ধর্নায় বসে পড়েন প্রাক্তন সেনারা। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। দেরির কারণ ব্যাখ্যায় পর্রীকর বলেন, ‘‘বেশ কিছু ক্ষেত্রে আগের সরকারের নেওয়া নীতির পরিবর্তন করতে হচ্ছে। সে জন্যই সময় লাগছে।’’ প্রতিরক্ষা মন্ত্রী জানান, ‘‘কবে থেকে ওই নীতি চালু হবে তা এখনই বলা সম্ভব নয়। কেননা আরও দু-তিনটি প্রশাসনিক পদক্ষেপ পার করা বাকি রয়েছে।’’
প্রাক্তন সেনাদের দাবি ছিল, ২০০৬ সালের আগে যারা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন, তারা তাঁদের অধস্তন সহকর্মীদের থেকেও কম পেনশন পান। এই অসাম্য দূর করতে হবে। এর জন্য এক দশক ধরে প্রবল ভাবে সক্রিয় রয়েছে অবসরপ্রাপ্ত সেনাদের সংগঠনগুলি। ইউপিএ আমলেই অসাম্য দূর করতে ‘এক পদ এক পেনশন’ দেওয়ার নীতি গ্রহণ করা হয়। বিষয়টি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করতে ছাড়েননি প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী
এ কে অ্যান্টনি। তিনি বলেন, ‘‘আমরা এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বর্তমান সরকার অযথা বিষয়টি ঝুলিয়ে রেখেছে।’’
সব মহল থেকেই ক্ষোভের সৃষ্টি হওয়ায় আজ হাল ধরতে মুখ খোলেন প্রধানমন্ত্রী।