মোবাইল টাওয়ারে উঠে পড়েছেন বাসচালক। ছবি: সংগৃহীত।
ভাঙাচোরা বাস নিয়ে নাজেহাল হয়ে আত্মহত্যার হুমকি দিলেন সরকারি বাসের এক চালক। মোবাইল টাওয়ারে উঠে পড়েন তিনি। চিৎকার করে বলতে থাকেন, লড়ঝড়ে বাস তিনি আর চালাবেন না। বাস যদি মেরামত না হয় বা নতুন কোনও বাস যদি তাঁকে চালাতে না দেওয়া হয়, তা হলে টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে ফেলবেন।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের কেসরবাগ বাস ডিপোয়। ওই বাসচালকের নাম রাজু সাইনি। তিনি আলিগড়ের বাসিন্দা। লখনউ থেকে আলিগড় রুটে উত্তরপ্রদেশ পরিবহণের বাস চালান রাজু। তাঁর অভিযোগ, অওধ ডিপো থেকে যে বাসগুলি চলাচল করে, সেগুলির পরিস্থিতি খুব খারাপ। বাসগুলির টায়ারের অবস্থা খারাপ। ব্রেক ঠিক মতো কাজ করে না। হর্নও বাজে না। প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তা ছাড়া প্রতি দিন বাসের কোনও না কোনও যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। আর তা নিয়ে তিনি নাজেহাল হয়ে পড়েছেন।
রাজুর আরও অভিযোগ, বাস সারানোর জন্য কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। ফলে লড়ঝড়ে বাস নিয়েই নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। বাস মাঝেমধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। কখনও আবার মাঝ রাস্তাতেই বিকল হয়ে যাওয়ায় যাত্রীরাও বিরক্তি প্রকাশ করছেন। এ রকম অবস্থায় প্রতিবাদ জানিয়েও কোনও ফল না পাওয়ায়, শেষমেশ আত্মহত্যার সিদ্ধান্ত নেন রাজু।
টাওয়ারে এক ব্যক্তিকে উঠতে দেখে স্থানীয়রা দমকল এবং পুলিশে খবর দেন। তাঁরা এসে রাজুকে বুঝিয়ে নামানোর চেষ্টা করেন। কিন্তু রাজু সাফ জানিয়ে দেন, কর্তৃপক্ষ বাস সারানোর ব্যবস্থা না করলে তিনি টাওয়ার থেকে নামবেন না। যদিও পরে তাঁকে নানা ভাবে বুঝিয়ে এবং আশ্বাস দিয়ে নামিয়ে আনা হয়।