National News

শুল্ক কমালো সরকার, লিটারে ২ টাকা করে সস্তা পেট্রোল-ডিজেল

পেট্রোল-ডিজেলের উপর থেকে আবগারি শুল্ক কমাল কেন্দ্র। ফলে আজ রাত থেকে লিটার প্রতি ২ টাকা করে দাম কমছে পেট্রোল ও ডিজেলের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ২৩:৫৯
Share:

সস্তা হচ্ছে পেট্রল, ডিজেল। —প্রতীকী ছবি।

দাম কমল পেট্রোল এবং ডিজেলের। কেন্দ্রীয় সরকার আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) কমানোর সিদ্ধান্ত নেওয়ায় দামে এই হ্রাস। লিটার পিছু ২ টাকা করে কমছে আবগারি শুল্ক। তাই লিটারে ২ টাকা করে কমে যাচ্ছে জ্বালানি তেলের দাম। আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement

আরও পড়ুন:নামের মিলেই ভুল নোটিস প্রাক্তন জেসিওকে

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের বাড়তে থাকা দাম যাতে সাধারণ মানুষের উপর প্রভাব ফেলতে না পারে, তা জন্যই আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বছরে ২৬ হাজার কোটি টাকার ক্ষতির মুখ দেখবে রাজকোষ।

Advertisement

আরও পড়ুন:গুলিতে খুন বসপা নেতা, উত্তপ্ত ইলাহাবাদ, ভাঙচুর-আগুন

চলতি অর্থবর্ষের অবশিষ্ট অংশে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৩ হাজার কোটি টাকা। কিন্তু সাধারণ মানুষকে আরও মূল্যবৃদ্ধির প্রকোপ থেকে বাঁচাতেই সরকার এই পদক্ষেপ করল বলে কেন্দ্র জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement