Air India

এয়ার ইন্ডিয়া বন্ধ হওয়ার ভুয়ো খবরে আতঙ্ক, তদন্তের নির্দেশ সরকারের

সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই খবর সর্বৈব মিথ্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ২০:০৬
Share:

ফাইল চিত্র।

পয়লা অক্টোবর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। এই মর্মেই একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয় বিভিন্ন মহলে। সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই খবর সর্বৈব মিথ্যা। পাশাপাশি কে বা কারা এই খবর ছড়িয়েছে তা জানতে সরকারের তরফে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এয়ার ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়ার একটি খবর। সেখানে এয়ার ইন্ডিয়ার সরকারি লেটারহেডের একটি কপি নকল করে ব্যবহার করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, সরকারি নির্দেশে পয়লা অক্টোবর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। খবরটি দেখে বোঝার কোনও উপায় ছিল না যে এটি ভুয়ো খবর। এর পরই আতঙ্কিত হয়ে পড়েন এয়ার ইন্ডিয়ার কর্মীরা।

কয়েক দিন আগেই অসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার আর্থিক অবস্থা ভাল নয়। তাই কর্মীদের আতঙ্কিত হওয়ার সঙ্গত কারণও ছিল।

Advertisement

আরও পড়ুন: ভিক্ষুককে সাহায্য করতে তোলা চাঁদায় বিএমডব্লিউ চড়ে প্রমোদ ভ্রমণে দম্পতি!

শনিবারই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন এয়ার ইন্ডিয়ার কর্তাব্যক্তিরা। অসামরিক বিমান চলাচল দফতরের সচিব আর এন চৌবে এবং এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পি এস খারোলা বিবৃতি দিয়ে জানান খবরটি ভুয়ো। একই সঙ্গে, কারা কী উদ্দেশ্যে এই ভুয়ো খবর ছড়ালো, তা জানতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। এর পেছনে কোনও দেশবিরোধী শক্তি জড়িত থাকতে পারে বলে অনুমান সরকারের।

আরও পড়ুন: বিক্রি হয়ে যাচ্ছে রাজ কপূরের স্বপ্নের সেই আর কে স্টুডিয়ো

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement