গো-মৃত্যুতে আঙুল গেরুয়া সংস্থার দিকে

প্রায় প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন অংশ থেকে পাচারকারীদের হাত থেকে বিএনএফ যে গরুগুলিকে আটক করে, তাদের এই গোশালায় জমা করা হয় বলে জানিয়েছেন বিএসএফের এক আধিকারিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ০২:২৯
Share:

প্রতীকী ছবি।

একটি গোশালায় গতকাল এক সঙ্গে প্রায় ৪২টি এবং আজ ৭টি গরু মারা গিয়েছে। ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার দেবীপুরে এই গোশালাটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে বিশ্ব হিন্দু পরিষদের হাত ধরে দিল্লি থেকে ‘ধ্যান’ নামে এই সংস্থাটি ত্রিপুরায় এসেছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের প্রাণী সম্পদ দফতরের একটি খামারের মধ্যে প্রায় ৪ একর জায়গার উপরে গোশালাটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক সজল মজুমদার।

Advertisement

সরকারি খামারে কী ভাবে বেসরকারি সংস্থা কাজ করছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। প্রায় প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন অংশ থেকে পাচারকারীদের হাত থেকে বিএনএফ যে গরুগুলিকে আটক করে, তাদের এই গোশালায় জমা করা হয় বলে জানিয়েছেন বিএসএফের এক আধিকারিক। এখানে প্রায় ১২০০ গরু ছিল। গরুগুলি অর্ধাহারে বা অনাহারে ছিল বলে অভিযোগ। গত ৪৫ দিনে প্রায় তিনশো গরু মরেছে বলে অভিযোগ। বিজেপির অন্দরেরই খবর, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে দু’জন কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত। সে কারণে রাজ্য বিজেপির কেউই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement