Smuggling

মুম্বই বিমানবন্দরে বাজেয়াপ্ত ৩০ কোটির সোনা, গাঁজা! গ্রেফতার ব্যাঙ্ককের দুই বাসিন্দা-সহ ছয়

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৫৬
Share:

বিমাবন্দর থেকে উদ্ধার সোনা। প্রতীকী ছবি।

মুম্বই বিমানবন্দর থেকে কয়েক কোটি টাকার সোনা, গাঁজা বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। শুধু তা-ই নয়, বিদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্ককের দুই বাসিন্দৈ-সহ ছ’জনকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোনা এবং মাদক পাচার হতে পারে এই খবর পেয়েছিল শুল্ক দফতর। গত দু’দিন ধরে বিমানবন্দরে কড়া নজরদারি এবং তল্লাশিও চালানো হচ্ছিল। ব্যাঙ্কক থেকে দুই যাত্রী নামেন। তল্লাশি চালানোর সময় সোনা উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে দেড় কিলো সোনা। যার বাজার প্রায় এক কোটি। জুতো এবং মোজার মধ্যে লুকিয়ে পাচার করা হচ্ছিল ওই সোনা। শুক্রবার তল্লাশির সময় আরও চার জনকে গ্রেফতার করে শুল্ক দফতর। তাঁদের কাছে থেকে ১২ কিলো সোনা উদ্ধার হয়েছে। এ ছাড়াও ট্রলি ব্যাগের ভিতর থেকে প্লাস্টিকে মোড়ানো গাঁজা উদ্ধার হয়েছে। গাঁজার পরমাণ প্রায় ২৯ কেজি। এ ছাড়াও এই ছ’জনের কাছ থেকে বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। সকলেই ব্যাঙ্কক থেকে এসেছিলেন। উদ্ধার হওয়া সোনা এবং গাঁজার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement