জি এন সাইবাবা
মাওবাদীদের সঙ্গে যোগ রয়েছে তাঁর। এই অভিযোগে ২০১৪ সালে দিল্লি ইউনির্ভাসিটির অধ্যাপক জি এন সাইবাবাকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার সাইবাবা-সহ আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হেম মিশ্র নামে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির এক পড়ুয়া ও প্রশান্ত রাহি নামে এক প্রাক্তন সাংবাদিক। আদালত জানায়, দেশদ্রোহের অভিযোগে ইউএপিএ-র ১৩, ১৮, ২০, ৩৮ এবং ৩৯ নম্বর ধারায় সাজা হয়েছে সাইবাবা এবং তাঁর সহযোগীদের।
বাড়িতে তল্লাশি চালিয়ে মাওবাদী নথিপত্র, হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ উদ্ধার হওয়ায় ২০১৩-এ গ্রেফতার হন হেম ও প্রশান্ত। সেই সূত্র ধরেই পরের বছর মে মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় দিল্লি ইউনিভার্সিটির রামলাল আনন্দ কলেজের অধ্যাপক সাইবাবাকে। যদিও পরে শারীরিক কারণে জামিন পেয়ে যান প্রতিবন্ধী ওই অধ্যাপক।
আরও পড়ুন: লখনউয়ে পুলিশ বনাম আইএস
মঙ্গলবার সরকারি কৌঁসুলি প্রশান্ত সতিনাথন বলেন, দীর্ঘদিন ধরে সক্রিয় ভাবে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন ওই অধ্যাপক। ২০১২ সালে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে নিষিদ্ধ একটি মাওবাদী সংগঠনের সম্মেলনেও অংশ নিয়েছিলেন তিনি। সতিনাথনের বক্তব্য, শারীরিক
অক্ষমতা সত্ত্বেও তিনি এমন কাজে যুক্ত ছিলেন যা বহু মানুষের প্রাণ কেড়েছে। অতএব প্রতিবন্ধী হলেও আদালত তাঁর শাস্তির পরিমাণ কমাবে না।