National news

এটিএমের লাইনে প্রতারক বয়ফ্রেন্ডকে দেখতে পেয়েই উত্তম-মধ্যম তরুণীর!

নোট বাতিলের পর দেশজুড়ে ব্যাঙ্ক ও এটিএগুলোতে লম্বা লাইন। টাকার জন্য হন্যে হয়ে এক এটিএম থেকে অন্য এটিএমে ঘুরে বেড়াতে হচ্ছে গ্রাহকদের। এটিএমের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পাশের পাড়ার লোকটার সঙ্গে কথা বলতে বলতে পরিচয় হয়ে গিয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ১০:৫৭
Share:

প্রতীকী ছবি।

নোট বাতিলের পর দেশজুড়ে ব্যাঙ্ক ও এটিএগুলোতে লম্বা লাইন। টাকার জন্য হন্যে হয়ে এক এটিএম থেকে অন্য এটিএমে ঘুরে বেড়াতে হচ্ছে গ্রাহকদের। এটিএমের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পাশের পাড়ার লোকটার সঙ্গে কথা বলতে বলতে পরিচয় হয়ে গিয়েছে। কেউ আবার অনেক দিনের যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধুকে এটিএমের লাইনে ‘খুঁজে’ পেয়েছেন। আবার এমনও ঘটনা ঘটেছে যে, এটিএমের লাইনে দাঁড়িয়ে পরিচয় হওয়ার পরই যুবক-যুবতী পরস্পরের প্রেমে পড়ছেন। মোদীর ‘ডিমোনিটাইজেশন’ যেন এক লহমায় ‘বিছরে হুয়া’ আত্মীয়-বন্ধুদের মিলিয়ে দিতে সক্ষম হয়েছে! হয়রানি হয়েছে ঠিকই, কিন্তু সেই হয়রানির মধ্যে থেকেও কেউ কেউ ‘আনন্দ’ উপহার পেয়েছেন।

Advertisement

এই পর্যন্ত তো ঠিক ছিল। কিন্তু এই এটিএম-এর লাইনই এক যুবকের কাছে ‘নোটের পীড়া’র সঙ্গে সঙ্গে ‘শারীরিক পীড়া’ও হাজির হবে ভাবতে পারেননি। নাসিকের ত্রিম্বক রোডে সকাল সকালই এটিএমের লাইনে দাঁড়িয়েছিলেন এক যুবক। ওই এটিএমেই টাকা তুলতে এসেছিলেন যুবকের পূর্ব পরিচিত এক তরুণী। লাইনে দাঁড়িয়ে থাকা যুবককে হঠাত্ই দেখে পরিত্রাহী চিত্কার করতে করতে তেড়ে যান তাঁর দিকে। কী হল! কী হল! লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন তখন বুঝে উঠতে পারেননি ঠিক কী হয়েছে। তত ক্ষণে সেখানে হাজির হয়ে গিয়েছেন ওই তরুণীর ভাই ও বাবা-সহ বেশ কয়েক জন আত্মীয়। শুরু হয় যুবককে ধরে উত্তম-মধ্যম মার। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে প্রথমে থানায়, পরে হাসপাতালে নিয়ে যায়।

কেন এ রকম করলেন ওই যুবতী? কেনই বা পেটানো হল ওই যুবককে?

Advertisement

ঘটনার টুইস্ট এখান থেকেই। পুলিশের কাছে তরুণী জানান, ওই যুবক তাঁর প্রাক্তন প্রেমিক। চার বছর ধরে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ, ওই যুবক তরুণীর সঙ্গে প্রতারণা করেন। তার পর থেকে তাঁদের দু’জনের আর দেখা সাক্ষাত্ হয়নি। কিন্তু মোদীর ‘ডিমোনিটাইজেশন’-এ যে ফের এ ভাবে দু’জন মুখোমুখি হবেন, আর তার পরিণতি এ ভাবে হবে ভাবতেই পারেননি যুবক। এটিএমের লাইনে প্রতারক বয়ফ্রেন্ডকে দেখেই তাই তরুণীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। বাবা, ভাইকে ফোন করে ডেকে এনে বয়ফ্রেন্ডকে উচিত শিক্ষা দেওয়ার মোক্ষম সুযোগ এটিএমের লাইনেই পেয়ে গিয়েছিলেন। বিন্দুমাত্র সময় না নিয়ে তার সদ্ব্যবহারও করে ফেলেন। লাইনে দাঁড়িয়ে থাকা অনেকে আবার কটাক্ষ করে বলেন, মোদীর নোট বাতিল হল বলেই তরুণী তাঁর প্রতারক বয়ফ্রেন্ডকে বাগে পেয়ে গেলেন!

তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে।

আরও খবর...

ছ’মাসেও সঙ্কট মিটবে না, উদ্বেগ শিল্পমহলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement