Girl's Body Recovered

হেনস্থার পর ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি পঞ্চায়েত প্রধানের! লখনউয়ে আত্মঘাতী কিশোরী

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কিশোরীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। কিশোরীর দাদার দাবি, প্রথমে তাঁরা ভেবেছিলেন ভোটের জন্য আসছেন পঞ্চায়েত প্রধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৭:১৭
Share:
হেনস্থার পর আত্মঘাতী কিশোরী। প্রতীকী ছবি।

হেনস্থার পর আত্মঘাতী কিশোরী। প্রতীকী ছবি।

এক কিশোরীকে হেনস্থার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, সেই ভিডিয়ো এবং ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ। তার পরই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে লখনউয়ে। শুক্রবার অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কিশোরীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। কিশোরীর দাদার দাবি, প্রথমে তাঁরা ভেবেছিলেন ভোটের জন্য আসছেন পঞ্চায়েত প্রধান। কিন্তু ভোটে জিতে যাওয়ার পরেও তাঁদের বাড়িতে প্রায়ই আসতেন। তাঁর বোনকে ফোন কিনে দিয়েছিলেন। বোনের সঙ্গে নিয়মিত কথাও হত তাঁর। কিশোরীর দাদার দাবি, পঞ্চায়েত প্রধান তাঁর বোনকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, কিশোরী যখন পঞ্চায়েত প্রধানকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করেন, তখন তিনি তা অস্বীকার করেন। শুধু তা-ই নয়, কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন বলেও অভিযোগ। তার পরই বাড়িতে ফিরে মাকে সমস্ত ঘটনা জানায় কিশোরী। বুধবার ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement