সমকামিতায় না সেনাপ্রধানের। ফাইল চিত্র
ভারতীয় সেনাবাহিনীতে সমকামীদের জায়গা নেই। আজ নয়াদিল্লিতে বার্ষিক সাংবাদিক বৈঠকে এই কথাই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সমকামিতা নিয়ে ভারতীয় সেনাবাহিনী তাঁর নিজস্ব বোঝাপড়ার ভিত্তিতেই আগামী দিনে কাজ করবে এবং সেই বোঝাপড়ায় সমকামিতার কোনও জায়গা নেই বলেই জানিয়েছেন বিপিন রাওয়াত।
সেনাপ্রধানের কথায়, ‘‘সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমরা দেশের আইনের বাইরে নই। কিন্তু সেনাবাহিনীতে যোগ দিলে কিছু কিছু বিষয় বাকিদের থেকে আলাদা হয়েই থাকে।’’
গত বছরের সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ ঐক্যবদ্ধভাবে সমকামিতাকে আইনসিদ্ধ ঘোষণা করে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার যে অংশ সমকামিতাকে অপরাধ বলে ব্যাখ্যা করত, সেই ধারাকেও বাতিল করে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: নিজেদের তৈরি করা হিংসাতেই ভুগছেন কাশ্মীরীরা, মন্তব্য সেনাপ্রধান বিপিন রাওয়াতের
বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন সেনাপ্রধানকে। তাঁর জবাবে সেনাপ্রধান জানান, ‘‘ভারতীয় সেনা ভীষণ ভাবে রক্ষণশীল। তাই সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না।’’
আরও পড়ুন: রাষ্ট্রপতির সইয়ের আগেই সংরক্ষণ বিলে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রুজু জনস্বার্থ মামলা
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)