গৌরী লঙ্কেশ
সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলায় নাম জড়াল একটি হিন্দুত্ববাদী সংগঠনের। অন্যতম অভিযুক্ত কে টি নবীন কুমার জানান, হিন্দু জনজাগৃতি সমিতির (এইচ জে এস) নেতা মোহন গৌড়ার সঙ্গে তার যোগাযোগ ছিল। লঙ্কেশ খুনের পরিকল্পনাও সে জানত বলে তদন্তকারীদের কাছে স্বীকারোক্তি দিয়েছে সে। মার্চে নবীন কুমার গ্রেফতার হয়। তার বিরুদ্ধে অভিযোগ, কর্নাটকের বাইরে থেকে বেঙ্গালুরুতে আসা খুনিদের সাহায্য করেছে সে।
বেঙ্গালুরুতে বাড়ির বাইরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন গৌরী। নবীন কুমার বিশেষ তদন্তকারী দল বা সিট-কে জানিয়েছে, গোয়ায় সংগঠনের একটি সম্মেলনে উপস্থিত ছিল সে। আলোচনাচক্রে অংশ নিয়ে সে বলে, হিন্দুধর্মকে রক্ষা করতে অস্ত্র ধরার প্রয়োজন রয়েছে। এর পরেই গৌড়ার সঙ্গে তার পরিচয় হয়। তার মাধ্যমেই সুজিত কুমার ওরফে প্রবীণ নামে এক জন নবীন কুমারের সঙ্গে যোগাযোগ করে। প্রবীণকে গ্রেফতার করেছে পুলিশ। নবীন জানান, ২০১৭-র অগস্টে বেঙ্গালুরুতে এইচ জে এস-এর একটি অনুষ্ঠান হয়। সেখানে প্রবীণও যোগ দিয়েছিল।