২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটে।
দিল্লির নিজামুদ্দিন থেকে আগ্রা।
আর কেউ নয়, এই ‘অসম্ভব’কে এ বার সম্ভব করে তুলছে ভারতীয় রেল!
মঙ্গলবার দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে আগ্রা পর্যন্ত চালু হবে দেশের প্রথম সেমি-হাই স্পিড এক্সপ্রেস। ঝড়ের কাছে ঠিকানা রেখে যাওয়া ওই ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘গতিমান এক্সপ্রেস’। রেলমন্ত্রী সুরেশ প্রভু মঙ্গলবার নিজামুদ্দিন স্টেশনে ওই এক্সপ্রেসটির উদ্বোধন করবেন।
রেল সূত্রের খবর, ‘গতিমান এক্সপ্রেস’-এর গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। যা ২০০ কিলোমিটার পথ পেরোবে মাত্র ১০০ মিনিটে। এক্সপ্রেসটি আগ্রা ও দিল্লির নিজামুদ্দিন স্টেশন, দু’দিক থেকেই ছাড়বে সপ্তাহে ছ’দিন। শুক্রবার বাদে। প্রতি দিনই ওই এক্সপ্রেসটি নিজামুদ্দিন স্টেশন থেকে ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে। সেটি আগ্রায় পৌছবে সকাল ৯টা ৫০ মিনিটে। আর এক্সপ্রেসটি আগ্রা থেকে ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিটে। সেটি দিল্লির নিজামুদ্দিন স্টেশনে পৌঁছবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
আরও পড়ুন- কাল থেকে মহাকাশে যুদ্ধে নামছে ভারত! সেনাপতি ‘কেলভিন কুল’ বাঙালি
রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ‘গতিমান এক্সপ্রেসে’র যাত্রীদের গোলাপ দিয়ে জানানো হবে অভ্যর্থনা। আর প্রতিটি আসনেই থাকবে সুরেলা মিউজিক শোনার ব্যবস্থা। ট্রেনটি চালানো হবে প্রায় সাড়ে ৫ হাজার হর্স পাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন দিয়ে। থাকবে দু’টি এক্সিকিউটিভ এসি চেয়ার কার ও আটটি এসি চেয়ার কার। ট্রেনটির ক্যাটারিং ব্যবস্থাও হবে একেবারেই সর্বাধুনিক। বিমান পরিষেবার মতো। এ সবের জন্য শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলির চেয়ে এর ভাড়াটা হবে ২৫ শতাংশ বেশি। বিমানের মতো এই এক্সপ্রেসেও থাকবে হোস্টেজ। তাঁরা যাত্রীদের যাবতীয় পরিষেবা দেবেন।
কেমন ভাড়া গুনতে হবে যাত্রীদের?
রেল সূত্রের খবর, চেয়ার কারে ভাড়া হবে ৬৯০ টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়ার পরিমাণ হবে ১,৩৬৫ টাকা।
আগামী দিনে চণ্ডীগড়-দিল্লি, হায়দরাবাদ-চেন্নাই, নাগপুর-বিলাসপুর, গোয়া-মুম্বই ও নাগপুর-সেকেন্দরাবাদ সহ আরও ৯টি রুটে ‘গতিমান এক্সপ্রেস’ চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।
দেখুন ভিডিও।