—প্রতিনিধিত্বমূলক ছবি।
বর্ষবরণের রাতে রাজস্থানের রাজধানী জয়পুরে ফিরল চার দশক আগেকার ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকর্মা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ অঞ্চলে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, ধোঁয়াশায় ঢেকে যায় গোটা এলাকা।
গ্যাস লিকের ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তবে জয়পুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কারও মৃত্যু হয়নি। গুরুতর অসুস্থতারও কোনও খবর মেলেনি। জয়পুর দমকল বিভাগের সহকারী আধিকারিক ভঁওয়র সিংহ হাডা জানিয়েছেন, অজমেরা গ্যাস প্ল্যান্টে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড দু’টি ট্যাঙ্কারে ভরা হচ্ছিল। তার একটির ভাল্ভ গ্যাসের চাপে ভেঙে গিয়ে বিপত্তি ঘটে।
তিনি জানান, কিছুক্ষণের চেষ্টার পরে কারখানার মূল ভাল্বটি বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে অনেকটা গ্যাস ছড়িয়ে পড়ায় কারখানা সংলগ্ন এলাকার দৃশ্যমানতা ‘শূন্য’ হয়ে যায়। স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, ‘‘প্রাথমিক ভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।’’ মঙ্গলবারের জয়পুর স্মৃতি ফিরিয়ে দিয়েছে ১৯৮৪ সালে ভোপালের গ্যাস দুর্ঘটনার। মধ্যপ্রদেশের রাজধানী শহরে সে দিন ইউনিয়ন কার্বাইড কারখানায় গ্যাস লিক হয়ে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।