Maharshtra

Gas Leak: মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় গ্যাস লিক, স্থানীয়দের শ্বাসকষ্টের সমস্যায় আতঙ্ক

বৃহস্পতিবার রাত প্রায় সওয়া ১০টা নাগাদ গ্যাস লিক করতে শুরু করে নোবেল ইন্টারমিডিয়েটস প্রাইভেট লিমিটেড নামে রাসায়নিক কারখানা থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ০৯:৩৬
Share:

ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। ছবি সৌজন্য টুইটার।

রাসায়নিক করাখানা থেকে গ্যাস লিক করায় আতঙ্ক ছড়াল মহারাষ্ট্রের বদলাপুরে। এই ঘটনায় চোখ জ্বলা এবং শ্বাসকষ্টের মতোও উপসর্গ দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

Advertisement

বৃহস্পতিবার রাত প্রায় সওয়া ১০টা নাগাদ গ্যাস লিক করতে শুরু করে নোবেল ইন্টারমিডিয়েটস প্রাইভেট লিমিটেড নামে রাসায়নিক কারখানা থেকে। ঠাণে পুরনিগম সূত্রে জানানো হয়েছে, গ্যাস লিকের খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। এক ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় আশপাশের এলাকার অনেকেরই শ্বাসকষ্ট এবং চোখ জ্বলার মতো উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুরনিগম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement