এভাবেই বেলুন ফেটে বিস্ফোরণ হয়। ছবি: টুইটার
গ্যাস বেলুন নিয়ে সুন্দর করে সাজানো মঞ্চ। আগুন জ্বেলে ধর্মীয় অনুষ্ঠানে রীতি মেনে যজ্ঞও হচ্ছিল। হঠাৎই তাল কাটল প্রচণ্ড শব্দের একটি বিস্ফোরণে। ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। দৌড়ে এল লোকজন। ঘটনাটি কর্নাটকের মাইসুরুর। সংবাদ সংস্থা এএনআই এর প্রকাশ করা একটি ভিডিয়োতে সামনে এসেছে এই ঘটনা।
মাইসুরুর সুত্তার মঠ এলাকায় ওই ধর্মীয় অনুষ্ঠানে যজ্ঞস্থল সাজানোর জন্য যে গ্যাস বেলুন আনা হয়েছিল, সেই গ্যাস বেলুনগুলি আগুনের বেশি কাছে এসে যাওয়াতেই এই বিস্ফোরণ ঘটেছে। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এই ঘটনার ফলে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়ে যায় সেটি নিয়ে। বড় দুর্ঘটনা না ঘটায় অনেকে স্বস্তি প্রকাশ করলেও, প্রশ্ন উঠেছে অগ্নিকুণ্ডের অত কাছাকাছি গ্যাস ভর্তি গ্যাস বেলুন রাখা নিয়ে। “অগ্নি দেবতা রেগে গিয়েছেন”, এমন কমেন্টও আসে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন পুরো ঘটনাটি:
আরও পড়ুন: বিশ্বশান্তির বার্তা দিতে পোপের ঠোঁটে চুম্বন ইমামের
আরও পড়ুন: আমাজনের গভীর জঙ্গলে থাকেন একটা গোটা জনজাতির এই শেষ জীবিত সদস্য