মুখ খুললেন মনমোহন সিংহ। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে শুক্রবার তিনি সরব হন রাজ্যসভায়। তাঁর মতে, অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পরে অনেক দিন কেটে গিয়েছে। কিন্তু আজও কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি পালন করা হয়নি। ‘অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল’ নামে একটি বেসরকারি বিল নিয়ে এসেছিলেন কংগ্রেসের কে ভি পি রামচন্দ্র রাও। অরুণ জেটলি প্রশ্ন তোলেন যে এই ধরনের অর্থবিল রাজ্যসভায় আনা যায় না। ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের মতামত চেয়েছেন।