গজেন্দ্রই থাকছেন: জেটলি

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর চেয়ারম্যান পদে টেলিভিশন অভিনেতা গজেন্দ্র চৌহানের নিয়োগের ব্যাপারে পুনর্বিবেচনা করা হবে না বলে আজ স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলি। এফটিআইআই-এর কয়েক জন প্রাক্তনী এবং পড়ুয়াদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন জেটলি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৩৮
Share:

পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর চেয়ারম্যান পদে টেলিভিশন অভিনেতা গজেন্দ্র চৌহানের নিয়োগের ব্যাপারে পুনর্বিবেচনা করা হবে না বলে আজ স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলি। এফটিআইআই-এর কয়েক জন প্রাক্তনী এবং পড়ুয়াদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন জেটলি। বৈঠকে ছিলেন ‘‘স্লামডগ মিলিওনেয়ার’’ খ্যাত এফটিআইআই-এর প্রাক্তনী অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টিও। গজেন্দ্রর নিয়োগের ব্যাপারে পুনর্বিবেচনা করা না হলেও, জেটলি স্পষ্ট জানিয়ে দেন যে এফটিআইআই-এর কাজকর্মে সরকার কোনও ভাবে হস্তক্ষেপ করবে না। বৈঠক শেষে পুকুট্টি বলেন, ‘‘বেশ কিছু বিষয়ে আমাদের আশ্বাস দেওয়া হলেও পড়ুয়ারা যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তারই সন্তোষজনক সমাধান হল না।’’

Advertisement

এ দিকে যাঁর নিয়োগ নিয়ে পড়ুয়াদের আপত্তি সেই গজেন্দ্র চৌহান আজ মুখ খুলেছেন। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই কোনও সমস্যার সমাধান সম্ভব। গজেন্দ্রর কথায়, ‘‘প্রথম থেকেই আমি বলছি যে বিক্ষোভ কখনওই কোনও সমস্যার সমাধান হতে পারে না। মন্ত্রীই সর্বশেষ সিদ্ধান্ত নিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement