কাশ্মীরে তুষারপাত। ছবি: পিটিআই।
জম্মু-কাশ্মীর এবং হিমালয়ের রাজ্যগুলির পাহাড়ি অঞ্চলে এ বারের শীতের মরসুমে তুষারপাতের দেখা মেলেনি। ফলে হতাশ হতে হয়েছে পর্যটকদের। জম্মু-কাশ্মীরের সোনমার্গ, গুলমার্গে এই তুষারপাতের টানেই প্রতি বছর এই মরসুমে শয়ে শয়ে পর্যটক আসেন। কিন্তু প্রকৃতির খামখেয়ালের কারণে এ বার সে ভাবে দেখাই মেলেনি তুষারপাতের।
মাঝে তুষারপাত হলেও তা ছিল নামমাত্র। ফলে গুলমার্গ, সোনমার্গের মতো আকর্ষণীয় পর্যটনস্থলগুলিতে এ বার পর্যটকরা সে ভাবে ভিড় জমাননি। শীত এলেই গুলমার্গের যে ছবিটা পর্যটকদের মনের কোণে ভেসে ওঠে, যার টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন তাঁরা, তুষারাবৃত সেই মনোমুগ্ধকর ছবি থেকে বঞ্চিত হতে হয়েছে পর্যটকদের।
মূলত এখানে স্কি পয়েন্ট পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয়। কিন্তু ঠিক মতো তুষারপাত না হওয়ায় পাহাড়ের ঢালে সেই রোমাঞ্চ উপভোগ করতে পারছেন না তাঁরা। তুষারে ঢাকা গুলমার্গের বদলে ধূসর রঙের গুলমার্গকে দেখেই ফিরতে হয়েছে পর্যটকদের। জানুয়ারির শেষের দিকে আবার নতুন করে আশা জাগাচ্ছে গুলমার্গ, সোনমার্গ। শুক্রবার সকাল থেকে হালকা তুষারপাত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু গুলমার্গ বা সোনমার্গই নয়, জোজিলা পাস, পীর কি গলি এবং সিন্থন পাসেও তুষারপাত হয়েছে।
প্রায় দু’মাসেরও বেশি সময় ‘শুখা’ থাকার পর নতুন করে তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। ২৮-৩১ জানুয়ারি পর্যন্ত সমতলেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। শুক্রবার শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গিয়েছে। গুলমার্গে তাপমাত্রা হিমাঙ্কের ৩.৭ ডিগ্রি নীচে। অন্য দিকে, জম্মুতে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরে তুষারপাত শুরু হওয়ায় খুশি হোটেল ব্যবসায়ী মহলেও। তারা আশা করছে, আবার তুষারপাতের টানে পর্যটকদের ঢল নামবে ভূস্বর্গে।