ফাইল ছবি।
ভোট প্রচারে নিখরচায় সুবিধা বিলির বিষয়টিকে গুরুতর বলে অভিহিত করল সুপ্রিম কোর্ট। যা জাতীয় অর্থনীতিকে প্রভাবিত করে। তাই এ বিষয়ে কোনও রায় দেওয়ার আগে বিস্তৃত শুনানির প্রয়োজন। জানিয়ে দিল শীর্ষ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, একটি তিন বিচারপতির বেঞ্চের সামনে চার সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলির নিখরচায় সুবিধা বিলির প্রতিশ্রুতি সম্পর্কিত আবেদনগুলি তালিকাভুক্ত করার।
পাশাপাশি শীর্ষ আদালত ২০১৩-য় এস সুব্রহ্মণ্যম বালাজি মামলার রায়কেও পুনর্বিবেচনা করবে তিন বিচারপতির বেঞ্চ। বালাজি মামলার রায় কেবলমাত্র ব্যক্তির প্রতিশ্রুতির উপরই প্রযোজ্য ছিল, সমগ্র রাজনৈতিক দলের উপর নয়।
সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে, ভোট প্রচারে নিখরচায় সুবিধা বিলি একটি গুরুতর সমস্যা। যা জাতীয় অর্থনীতিকে প্রভাবিত করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ ব্যাপারে কোনও রায় দেওয়ার আগে বিস্তৃত শুনানির প্রয়োজন। এ জন্য চার সপ্তাহ সময় ধার্য করেছে আদালত।