National news

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি, চলছে উদ্ধারকাজ

বাড়ির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ার আশঙ্কা বহু মানুষের। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের উল্লায়াসে।

Advertisement

সংবাদ সংস্থা

গুরুগ্রাম শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১০:৪৪
Share:

চলছে উদ্ধারকাজ। ছবি: এএনআইয়ের টুইট থেকে নেওয়া।

চারতলা বাড়ি ভেঙে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটল গুরুগ্রামে। বাড়ির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ার আশঙ্কা বহু মানুষের। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের উল্লায়াসে।

Advertisement

আচমকা ঠিক কী কারণে চারতলা ওই বাড়িটি ভেঙে গেল, তা জানা যায়নি। বাড়িটিতে কেউ বসবাস করতেন কি না তাও এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, এ দিন ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি আলাদা দল উদ্ধারকার্য শুরু করেছে। বাড়ির ধ্বংসাবশেষের নীচে ৮ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও। তবে এখনও আটকে থাকা ব্যক্তিদের খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন: মোদীকে কুপোকাত করতে রাহুলের ব্রহ্মাস্ত্র, মোদী-যোগীর গড়ে অভিষেক প্রিয়ঙ্কার

বাড়িটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement