Taj Mahal

Taj Mahal: দৈনিক নমাজ বন্ধ তাজে, চার জনকে গ্রেফতারির কারণ জানিয়ে বলল আর্কিওলজিক্যাল সার্ভে

এএসআই আধিকারিকের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাজ চত্বরে দৈনিক নমাজ পাঠ বন্ধ হয়েছে। এখন কেবল শুক্রবার দুপুরে সেখানে নমাজ পড়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৯:৩৮
Share:

ফাইল ছবি।

তাজমহল চত্বরের শাহি মসজিদে নমাজ পড়ার অভিযোগে বুধবার চার পর্যটককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দাঙ্গা বাধানোয় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে তরজা।

তাজমহলের ইন্তেজামিয়া কমিটির প্রধান ইব্রাহিম জাইদি বলেন, ‘‘আগে তাজমহলে মানুষ নমাজ পড়তে পারতেন। কিন্তু এখন এএসআই কেবলমাত্র শুক্রবার নমাজ পড়ার অনুমতি দেয়।’’ পাল্টা জবাব দিয়েছেন ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)’ এর আগরা সার্কলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার পটেলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাজ চত্বরে নমাজ পড়া বন্ধ হয়েছে।

Advertisement

জাইদির অভিযোগ, কিছু পর্যটক তাজ দেখতে এসেছিলেন, তাঁরাই ওখানে নমাজ পড়তে বসছিলেন। তখন সিআইএসএফ তাঁদের পুলিশের হাতে তুলে দেয়। তিনি বলেন, ‘‘তাজমহলে নিত্য নমাজ পড়াই ছিল দস্তুর। কিন্তু কিছুদিন আগে এএসআই জানায়, নমাজ পড়ার অনুমতি নেই। এএসআইয়ের দাবি, সুপ্রিম কোর্ট শুধুমাত্র শুক্রবারই নমাজ পড়ার অনুমতি দিয়েছে।’’

সূত্রের খবর, বুধবার বিকেলে সিআইএসএফ জওয়ানরা দেখেন, চার জন নমাজ পড়তে বসছেন। সিআইএসএফ তাঁদের ধরলে, দু’জন পালানোর চেষ্টা করেন। জানা গিয়েছে, ধৃতদের চার জন হায়দরাবাদের বাসিন্দা। এক জন থাকেন আজমগড়ে।

Advertisement

জাইদির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এএসআইয়ের আধিকারিকের পাল্টা দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাজ চত্বরে নমাজ পড়া বন্ধ করা হয়েছে। তাঁর দাবি, শীর্ষ আদালত শুধু শুক্রবার তাজমহলে নমাজ পড়ার অনুমতি দিয়েছে। বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেই নমাজে অংশ নিতে পারেন কেবলমাত্র তাজগঞ্জের বাসিন্দারাই। বস্তুত তাজমহল ওই এলাকারই অন্তর্গত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement