উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ।
হায়দরাবাদের মাধেপুরে খোলা ম্যানহোল থেকে চার জনের দেহ উদ্ধার করে পুলিশ। শনিবারের ঘটনা। মৃতেরা হলেন শ্রীনিবাস, সত্যনারায়ণ, নাগেশ এবং গঙ্গাধর।
ঠিক কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন তিন জন কর্মী। ২৫ ফুট নীচে নামার পরই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাঁরা সাহায্যের জন্য চিত্কার করতে থাকেন। কিন্তু তাঁদের আওয়াজ কারও কানে পৌঁছয়নি। ওই সময় পাশ দিয়েই যাচ্ছিলেন গঙ্গাধর নামে এক ট্যাক্সিচালক। আওয়াজ শুনে তিনি ট্যাক্সি থামিয়ে ওই কর্মীদের উদ্ধারের জন্য এগিয়ে যান। ম্যানহোলে তিনিও নেমে পড়েন। কিন্তু আর বেরোতে পারেননি। বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে চার জনেরই মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরই পুলিশ এবং অ্যাম্বুল্যান্স ডাকা হয়। চার জনের দেহ উদ্ধার করতে গিয়ে চাঁদু নামে আরও এক জন অসুস্থ হয়ে পড়েন বিষাক্ত গ্যাসের কারণে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিন জন কর্মীর মৃত্যুতে কন্ট্রাক্টরের ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। তাঁদের অভিযোগ, অদক্ষ কর্মীদের কাজে লাগাচ্ছেন ওই কন্ট্রাক্টর। এ ছাড়া কোনও নিরাপত্তা ছাড়াই তাঁদের কাজ করতে নামানো হয় ম্যানহোলে। ফলে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে। শনিবারের ঘটনাও সেই একই কারণে ঘটেছে। ওই কর্মীরা জনান, অনেক ঝুঁকি নিয়ে তাঁদের ম্যানহোলে কাজ করতে নামতে হয়। মিথেনের মতো বিষাক্ত গ্যাস বের হয় সেখান থেকে। যা অনেক সময় প্রাণঘাতী হয়।
গত জুনেই খোলা ম্যানহোলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছিল এই কন্ট্রাক্টরের বিরুদ্ধেই।
আরও খবর...